Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক কুকুরের বন্ধু জুটেছে এক মোরগ। দুই বন্ধু একত্রে দেশ ভ্রমণে বেরিয়েছে। যেতে যেতে রাত্ৰি হ’ল তখন মোরগটা উঠল গিয়ে এক গাছের ডালে ঘুমুতে, আর ক...

বুদ্ধিবল

এক কুকুরের বন্ধু জুটেছে এক মোরগ। দুই বন্ধু একত্রে দেশ ভ্রমণে বেরিয়েছে। যেতে যেতে রাত্ৰি হ’ল তখন মোরগটা উঠল গিয়ে এক গাছের ডালে ঘুমুতে, আর কুকুরটা ঐ গাছেরই গুড়ির এক খোড়লে শোবার ব্যবস্থা করলো । 
ভোর হবে হবে এমন সময় দিনকে অভ্যার্থনা জানাতে মোরগ তার প্রতিদিনের অভ্যাস মতো কোঁকোর-কোঁ করে ডেকে উঠল। সেই ডাক শুনে এগিয়ে গেল এক খ্যাঁকশেয়ালী। খ্যাঁকশেয়ালী, গাছের ডালের দিকে চেয়ে মোরগকে বললে, সত্যিই, কি সুন্দর গলা তোমার, শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নেমে এস ভাই, তোমায় আমি আলিঙ্গন করি। -
শুনে মোরগ বললে, নীচে আমার দারোয়ান শুয়ে ঘুমাচ্ছে, তাকে আগে জাগাও, সে উঠে দরজা খুলে দিক, তখন আমি নীচে নামব । . -
শেয়ালী কেবল খুঁজতে গেছে কোথায় সে দারোয়ান, কাকে দরজা খোলার কথা বলতে হবে,-অমনি কুকুর উঠে এক লাফে শেয়ালীর ঘাড়ের উপর পড়ে, তাকে কামড়েছিড়ে টুকরো টুকরো করে ফেলল ।

উপদেশ: শত্রু রুখবার শক্তি নিজের না থাকলে তাকে করবার মত শক্তিধর কারো সাহায্য যারা নেয় তাদের বুদ্ধির তারিফ করতে হয়।

0 coment�rios: