এক পাখী শিকারীর বাড়িতে আত্মীয় এসেছে। আত্মীয়কে খেতে দেবার মত কোন পাখী সেদিন বাড়িতে না থাকায় সে তার পোষা তিতিরটাই (Partridge) নিয়ে এল জবাই করার জন্যে। তিতিরটা তখন তাকে তিরস্কার করে বললে, তুমি এত বড় নিমকহারাম জানতাম নাঃ আমি অন্য পাখীদের ভুলিয়ে তাদের তোমার কাছে এনে ফেলি আর তুমি কি না আজ আমাকেই জবাই করতে যাচ্ছ?
লোকটা উত্তরে বললে, আরে, এই জন্যই ত তোমায় জবাই করা বেশী উচিত, কারণ তোমার জাত-ভাইদের উপরেও তোমার কোন মায়া মমতা নেই ।
উপদেশ: বিশ্বাসঘাতক শুধু বিশ্বাসী ব্যক্তির কাছেই বিশ্বাসঘাতক তা নয়। যার জন্য যে কাজ করে তার কাছেও সে ঘৃণ্য।
0 coment�rios: