গৃহস্থের বাড়িতে পায়রার খোপে এক পোষা পায়রা খুব গর্ব করে বলছে, আমার মত এত সন্তান-সন্ততি আর কার আছে? এক কাক তাই শুনে তাকে বলল, বন্ধু, এতে এত আনন্দ করবার, গর্ব করবার তোমার কিছু নেই, ওগুলি যত বাড়বে ততই তোমার দুঃখ বাড়বেঃ বন্দীদের গোষ্ঠী বাড়িয়ে কিছু লাভ আছে, আনন্দ আছে?
উপদেশ: ক্রীতদাসদের সম্বন্ধে এ কথা বলা যায়। তাদের সন্তান হ’ল মানেই আর কিছু ক্রীতদাসের সংখ্যা বাড়ল। বন্দীদের বংশবৃদ্ধি দুঃখের কারন।
0 coment�rios: