Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

মোল্লার গাধাটা বুড়ো হয়ে গিয়েছিল। তাই গাধাকে নিয়ে বাজারে বিক্রী করতে চলেছেন । পথে লক্ষ্য করেন গাধাটার লেজে ময়লা লেগে কেমন যেন বাজে দেখাচ্...

লেজ থলেতেই আছে--মোল্লা নাসিরউদ্দিন

মোল্লার গাধাটা বুড়ো হয়ে গিয়েছিল। তাই গাধাকে নিয়ে বাজারে বিক্রী করতে চলেছেন ।
পথে লক্ষ্য করেন গাধাটার লেজে ময়লা লেগে কেমন যেন বাজে দেখাচ্ছে। ওতেই হয়তো দাম অনেকখানি কমে যেতে পারে।
এদিকে পথে জলাশয়ও নেই যে লেজটা ধুয়ে ফেলা যায়। তাই বুদ্ধি করে থলে থেকে কাচিটা বের করে লেজটি কেটে থলির ভেতর রাখলেন মোল্লা !
দামে একটু সুবিধায় পাচ্ছে ভেবে এক খদ্দের গাটাটাকে পছন্দ করে দাম দেবার সময় লক্ষ্য করলো—গাধার লেজ কাটা । সে এহেন লেজকাটা গাধা নিতে আপত্তি জানালে।
মোল্লা তাকে আশ্বস্ত করেন—ভাই, গাধাটার দাম আগে দেয়া হয়ে যাক। লেজের জন্য আদৌ ভাবতে হবে না,—সেটা হাজার মাইল দূরেও নেই, এই দ্যাখো আমার থলেতেই রয়েছে।

0 coment�rios: