Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একদিন নাসিরউদ্দিন তার এক বন্ধুকে ব্যক্তিগত পত্র লিখছেন। এক উৎসুক প্রতিবেশী, খামোখা মোল্লার পেছনে দাঁড়িয়ে চুপি-চুপি ঐ পত্রটার বয়ান পড়তে থ...

বন্ধুর কাছে পত্র -- মোল্লা নাসিরউদ্দিন

একদিন নাসিরউদ্দিন তার এক বন্ধুকে ব্যক্তিগত পত্র লিখছেন। এক উৎসুক প্রতিবেশী, খামোখা মোল্লার পেছনে দাঁড়িয়ে চুপি-চুপি ঐ পত্রটার বয়ান পড়তে থাকে। "
সামনে ছিল আয়না, নাসিরউদ্দিন দেখতে পেলেন ঐ লোকটার কার্যকলাপ | তখন তিনি নির্বিবাদে লেখা চালিয়ে যান এই লিখতে লিখতেঃ
"দ্যাখো ভাই তোমাকে অনেক কিছুই জানাবার ছিল। কিন্তু হয়েছে কি জানো ভাই, এই মুহুর্তে একটা ইতর, অভদ্র ও নির্লজ্জ লোক আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমার এই চিঠিট পড়ছে বলেই—’
পেছনের লোকটা ঐ কথাগুলো পড়ামাত্রই রেগে নাসিরউদ্দিনের কাছে অভিযোগ জানায়ঃ মাল্লাজী, আপনি বন্ধুর কাছে এ সব কি লিখছেন ? আমি কখন আপনার পেছনে দাঁড়িয়ে পত্র পড়ছি ?
নাসিরউদ্দিনের জবাব ; তুমি তো বেশ চালাক হে ! আমার পেছনে দাঁড়িয়ে এ চিঠিটা না পড়লে কী করে তুমি জানবে যে তোমাকেই গালি দিচ্ছি ?

0 coment�rios: