Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একদিন খোদ বাদশা নাসিরুদ্দিনের বাড়ীর দিকে আসছিলেন,— কি ভেবে নাসিরুদ্দিনের বাড়ীতেও এলেন । এসে দেখেন, দরজায় তালা  ঝুলছে । কেউ নেই বাড়ীতে । ...

গাধা -- মোল্লা নাসিরউদ্দিন

একদিন খোদ বাদশা নাসিরুদ্দিনের বাড়ীর দিকে আসছিলেন,— কি ভেবে নাসিরুদ্দিনের বাড়ীতেও এলেন ।
এসে দেখেন, দরজায় তালা  ঝুলছে । কেউ নেই বাড়ীতে । দুষ্ট বুদ্ধি খেলে গেল বাদশার মগজে। একটা ইটের টুকরো দিয়ে দরজার বড় বড় অক্ষরে গাধা লিখে, বাড়ী ফিরলেন।
পরদিন রাজসভায় নাসিরুদ্দিন হাজির হয়ে বাদশাকে বললেন, ‘হুজুর, আমি সত্যিই দুঃখিত। খোদ আপনিই যে আমার গরীব খানায় কোনদিন যাবেন, ভাবতেই পারিনি।' -
কি করে তুমি জানলে আমি তোমার বাড়ী গিয়েছিলাম ? 
হাসতে হাসতে নসিরুদিন বললেন – কেন জানবো না? আপনি যে নিজের নামটাই বড় হরফে আমার দরজায় লিখে রেখে এসেছেন।

0 coment�rios: