একটা মানুষ দেখতে পেলাম যায় ত্বরা,
পাজামা তার উল্টো করে পায় পরা।
পাঞ্জাবিটা উল্টো করে পাও তাহার
হাতার মাঝে ঢুকিয়ে চলে-- তাও বাহার।
বগলতলায় দাবিয়ে ছিল তার ছাতা
ভিজছিল বেশ বৃষ্টিতে আর মাথা
শুধাই তারে: যাচ্ছ কোথা এই বেশে?
লোকটা বলে: যেই দেশে যাই সেই দেশে!
[--ফয়েজ আহমদ]
0 coment�rios: