Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

হায় রে মনা হায়! আর কি যাবি রে মনা, শ্যাম ঠাকুরের নায়? শ্যাম ঠাকুরের নায়ে যেয়ে কত কষ্ট পেলি; গড়াতে গাড়তে মনা জলে পড়ে গেলি।

ছড়া: হায় রে মনা

হায় রে মনা হায়!
আর কি যাবি রে মনা,
শ্যাম ঠাকুরের নায়?
শ্যাম ঠাকুরের নায়ে যেয়ে
কত কষ্ট পেলি;
গড়াতে গাড়তে মনা
জলে পড়ে গেলি।

0 coment�rios: