বর্ষাকালে
ঝিলের ধারে
ব্যাঙের ডাকে
বারে বারে
কেমন করে
গাল ফুলিয়ে
সবই মিলে
পাল্লা দিয়ে?
এই কথাটা ভেবেই সারা
পাঁচু রায়ের রাম চেহারা।
কেমন করে ব্যাঙ হওয়া যায়--
অনেক ভেবে বুদ্ধি সে পায়।
ডোবার ধারে গাল ফুরিয়ে
ব্যাঙের মতো বসল গিয়ে।
ভাবল, এখন থেকে থেকে
ব্যাঙ হয়ে সে উঠবে ডেকে!
[--ফয়েজ আহমদ]
0 coment�rios: