Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

যখন বাঙ্গীর ক্ষেত চষে, তখন শেয়ালনী এসে বসে; ও শেয়ালা আয় রে-- গা খানি মোর কেমন কেমন করে! যখন বাঙ্গীর পাতা, তখন শেয়ালনীর হল মাথাব্যাথা; ও শেয়া...

ছড়া: বাঙ্গী ও শেয়ালনী

যখন বাঙ্গীর ক্ষেত চষে,
তখন শেয়ালনী এসে বসে;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!
যখন বাঙ্গীর পাতা,
তখন শেয়ালনীর হল মাথাব্যাথা;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!
যখন বাঙ্গীর কুষি,
তখন শেয়ালনী মেন বড়ই খুসী;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর তেমন কেমন করে!

যখন বাঙ্গী জালি,
তখন শেয়ালনী বেড়ায় আলি আলি;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!
যখন বাঙ্গীর ফুল,
তখন শেয়ালনী ঝেড়ে বাঁধে চুল;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!
যখন বাঙ্গীর বাতি
তখন শেয়ালনী ঘোরে দিন-রাতি;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!
যখন বাঙ্গী ফাটে,
তখন শেয়ালনী বসে চাটে;
ও শেয়ালা আয় রে--
গা খানি মোর কেমন কেমন করে!

0 coment�rios: