Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

১ তুমি এত লম্বা কে শুনি ঢের দেখেছি মস্ত জ্ঞানী গুণী, কিন্তু এমন আজব জানোয়ার এ জীবনে দেখিনি ভাই আর। লম্বা হলা নিচের দিকে টেনে বলল সে যে: লাভ ...

মজার ছড়া: কেন কেন


তুমি এত লম্বা কে শুনি
ঢের দেখেছি মস্ত জ্ঞানী গুণী,
কিন্তু এমন আজব জানোয়ার
এ জীবনে দেখিনি ভাই আর।

লম্বা হলা নিচের দিকে টেনে
বলল সে যে: লাভ কী এসব জেনে?
তোমরা সবাই বেড়ায় খাটো বলে
এমনতর আজব প্রশ্ন চলে!


রামছাগলের কান কেন ভাই বড়?
সদাই ভাবি প্রশ্ন এমনতর।
কেউ পারে না দিতে জবাব,
তাইতে আমার তিরিক্ষি ভাব।

রাগের চোটে কান যে আমার খাড়া
এমন সময় বলে দাদু: দাঁড়া
রামছাগলের কান ছোট নয় তাই,
অমন বড় কান দুটো হয়, ভাই।

[--ফয়েজ আহমদ]

0 coment�rios: