ভরদুপুরে পুকুরপাড়ে
ঝোপেঝাড়ে বনবাদাড়ে
হঠাৎ শুনি করুন ডাক
ঘুঘুর গলায় সুর বেহাগ।
আহার তার শেকড়,ফল,
তিল, সরষে, শিশিরজল।
ছিটে ঘুঘু, পয়রাঘুঘু
বাংলাদেশে অনেক ঘুঘু।
নয় সে তো বুনো কবুতর
ছোট্ট ঘুঘুর বুক ধূসর।
ঝোপেঝাড়ে বনবাদাড়ে
হঠাৎ শুনি করুন ডাক
ঘুঘুর গলায় সুর বেহাগ।
আহার তার শেকড়,ফল,
তিল, সরষে, শিশিরজল।
ছিটে ঘুঘু, পয়রাঘুঘু
বাংলাদেশে অনেক ঘুঘু।
নয় সে তো বুনো কবুতর
ছোট্ট ঘুঘুর বুক ধূসর।
[--মুহম্মদ নূরুল হূদা]
0 coment�rios: