ইঁদুর রাজার জানতে নাহি বাকি
রাজ্যে তাহার বিড়াল এসে নাকি
খাচ্ছে ইঁদুর ঘারে চড়ে চড়ে।
এই শুনে তো রেগে রাজা;
দস্যুটাকে দিতেই হবে সাজা,
নইলে আমি রাজা কেমন করে?
চলেন রাজা সেনাপতির মেতো
যুদ্ধে নিয়ে ইঁদুর সেনা যত
ঢাল-তলোয়ার সব সেনাদের মুঠে।
যেই গিয়েছে একটু দূরে তারা
‘মেও’ করে কে করল পিছু তাড়া-
বীর সেনারা পালায় সব ছুটে।
[--ফয়েজ আহমদ]
0 coment�rios: