মজা করবার জন্য আকবর একদিন ঘরের মেঝেতে একটি রেখা টেনে পারিষদদের বললেন, ‘তোমাদের মধ্যে কেউ স্পর্শ না করে রেখাটিকে ছোট করে দিতে পারো?’ আকবর খুবই রসিক ছিলেন সেজন্য রসিকতা করছিলেন।
অমাত্যরা চুপ করে থাকেন। কিছুটা মুছে না দিলে রেখাটিকে কী করে ছোট করতে পারা যাবে, কারও সেটা মাথায় আসে না। সম্রাট বীরবলের দিকে তাকান।
বীরবল বললেন,‘আমি চেষ্টা করতে পারি।’
আকবর বললেন,‘বেশ, চেষ্টা করে দেখাও তো ?’ -
বীরবল আগের রেখাটির নীচে আরও একটা বড় রেখা টেনে দিয়ে বললেন, ‘দেখুন হুজুর। ফলে বাদশার আঁকা রেখাটি আকারে অনেক ছোট হয়ে গেল।
বাদশা ঠোঁট টিপে তারিফের হাসি হাসলেন। সব পারিষদবর্গ হাঁ করে বীরবলের দিকে তাকিয়ে রইলেন।
0 coment�rios: