এক ঘোড়া আর এক গাধা তাদের মালিকের সঙ্গে পথ চলেছে। গাধার পিঠে মস্ত ভারী বোঝা বইতে আর পারছে না সে । সে তখন ঘোড়াকে বললে, ভাই, মারা গেলাম যে আমি, আমাকে বাঁচাতে চাও ত এ বোঝার কিছুটা মাল তুমি তোমার পিঠে নাও । -
ঘোড়া তাতে রাজী হ’ল না।
একটু পরেই বোঝার ভার সইতে না পেরে গাধটি পথে পড়ে মারা গেল?
মালিক তখন গাধা যে বোঝা বইছিল তা ত ঘোড়ার পিঠে চাপালই, তা ছাড়া মরা গাধার ছাল ছড়িয়ে সেটাও ঘোড়ার পিঠে চড়ালে।
এবার ভারের চোটে ঘোড়া কোঁকাতে কোঁকাতে করুণ সুরে বিলাপ করতে লাগল, আমার দুর্মতির জন্যই আমার আজ এ দশা হ'লঃ গাধার বোঝার খানিকটা আমি বইতে রাজী হই নি, তাই এখন তার পুরো বোঝা এবং তার চামড়া পর্যন্ত আমার বইতে হচ্ছে!উপদেশ: স্বল্প দায়িত্বের ভার স্বেচ্ছায় বহন করলে অনেক সময় বড় দায়িত্বের ভারবহন করার দায়িত্ব থেকে রেহাই পাওয়া যায়।
0 coment�rios: