এক বুনো শুয়োর আর এক ঘোড়া মাঠে চরছিল। শুয়োরটা কবেলি ঘাস নষ্ট আর পানি ঘোলা করে দিচ্ছে দেখে ঘোড়া এক শিকারীর কাছে গেল তার সাহায্য চাইতে । "
শিকারী বললে, তোমার মুখে লাগাম এবং পিঠে জিন লাগিয়ে তোমার উপর চড়ে আমি তার কাছে যাব। এতে যদি তুমি রাজী থাক তবেই আমি শুয়োরটাকে শায়েস্তা করতে যাব, নইলে নয়।
ঘোড়ার শুয়োরটাকে জব্দ করতে এমন রোখ চেপে গিয়েছিল যে সে তখনই শিকারীর প্রস্তাবে রাজী হয়ে গেল ।
শিকারী তখন আর পিঠে মুখে জিন লাগাম লাগিয়ে তার উপরে চড়ে গিয়ে শুয়োরটাকে মারলে বটে, তবে সেটা মারার পরে ঐ ঘোড়ায় চড়েই এল সে নিজের বাড়িতে। এরপর তাকে আস্তাবলে নিয়ে এসে বাঁধে রাখল শক্ত দড়ি দিয়ে।
উপদেশ: শক্ৰকে জব্দ করার জন্যে লোকের মনে অনেক সময় এমন রোখ চেপে যায় যে তার ফলে তাদের হয়ত অন্য কোন খপ্পরে গিয়ে পড়তে হয়।
0 coment�rios: