একদিন গ্রামের এক সুদখোর প্রতিবেশী নাসিররুদ্দিনের কাছে একটা খালি বস্ত ধার চাইতে এসেছে।
নাসিররুদ্দিন দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বলেন—ওঃ কি আফশোসের কথা ভাই। উপায় থাকলে নিশ্চয়ই বস্তাটা দিতুম। আসলে হয়েছে কি জানে!, সবে আমার বস্তাটার একটা বাচ্চা হয়েছে ।
'সে কি ? বস্তার আবার বাচ্চা হয় ?-জীবনেও শুনিনি।’
'তা শুনবে কেন ? যদি তোমার টাকার থলি রোজ এতগুলো করে বাচ্চা দেয়, তাহলে আমার বস্তা কি দোষ করলো, বলো ?’
0 coment�rios: