পাটনা শহর থেকে
অনেক করে দেখে,
আনল কিনে দাদু
রামছাগলের সাধু।
সেই ছাগলের দাড়ি
লম্বাতে হাত চারি।
সেদিন পুকুরের ধারে
বক্তৃতা সে ছাড়ে।
বলল: বোকা ওরে,
চিনিস না কেউ মোরে?
সবাই সাধু বলে।
তখন মাছের দলে
বলল: আসুন এখা।
যেই গেল ছাগ সেথা
টেংরা মাছের ঝাঁকে
ঢুকলো দাড়ির ফাঁকে।
আমরা তখন গিয়ে
দাদুর রাম-দা দিয়ে
দিলাম দাড়ি চেঁছে
উঠল সাধু বেঁচে।
[--ফয়েজ আহমদ]
0 coment�rios: