Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

“এক নাবালকের উপাখ্যানে যাই... ডাক্তারবাবুর চেম্বারে একটি ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে। তার বয়েস হবে বছর চারেক। তার পিঠে একটা বড় ফোঁড়া উঠেছে। সে...

চিকিৎসা -তারাপদ রায়

“এক নাবালকের উপাখ্যানে যাই...
ডাক্তারবাবুর চেম্বারে একটি ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে। তার বয়েস হবে বছর চারেক। তার পিঠে একটা বড় ফোঁড়া উঠেছে।
সেই ফোঁড়াটা কাটতে হবে। ডাক্তারখানার কম্পাউন্ডার আর শিশুটির মা তাকে জোর করে চেপে ধরে রাখল উপুড় অবস্থায়, ডাক্তারবাবু ফোঁড়া কাটতে লাগলেন। আর শিশুটি ‘মরে গেলাম রে’ ‘মরে গেলাম রে’ বলে পরিত্রাহি চেঁচাতে লাগল।
অবশেষে ফোঁড়া কাটা সমাপ্ত হল। এখনও শিশুটি কাঁদছে আর রাগে গজরাচ্ছে।
ডাক্তারবাবু শিশুটিকে সান্ত্বনা দেওয়ার ছলে নানারকম বাবা-বাছা করতে লাগলেন, অবশেষে সেই পুরোনো প্রশ্নটি করলেন, ‘বাবা তুমি বড় হয়ে কি হবে?’
অশ্রু ও রোষকষিত লোচনে শিশুটি বলল, ‘বড় হয়ে গুন্ডা হব। তোকে পেটাব।’

[রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়]

লেখাটি পাঠিয়েছেন: সুমন দাস

0 coment�rios: