Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক তারা বন্ধন, দুই তারা বন্ধন, তারারা কয় ভাই? তারারা সাত ভাই; বেঁধে ফেলি বড় ভাই। চন্দ্র গেলেন সূর্য্যের বাড়ী, বসতে দিলেন চৌকি পিঁড়ি। বসতো না...

ছড়া: তারার কথা

এক তারা বন্ধন, দুই তারা বন্ধন,
তারারা কয় ভাই? তারারা সাত ভাই;
বেঁধে ফেলি বড় ভাই।
চন্দ্র গেলেন সূর্য্যের বাড়ী,
বসতে দিলেন চৌকি পিঁড়ি।
বসতো না আর পিঁড়িতে;
মানুষ মরে ভাতে,
গরু মরে ঘাসে,
তাই, এসেছি তোমার বাসে।
আমার কথাটি যেন থাকে,
কালকের রৌদ্রে যেন বসুমতী ফাটে!

0 coment�rios: